দু'হাত মাথার উপরে তুলে বিছানায় দাঁড়িয়ে নাচছেন শিমরন হেটমায়ার। পরনে কালো টি-শার্ট আর হাফ প্যান্ট। আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কারণ একটাই আইপিএলের নিলামের প্রথম ধাপে দল পেয়েছেন এই ক্যারবীয় ব্যাটসম্যান। নিলামে তাকে ভারতীয় ৭.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছেন দিল্লি ক্যাপিটালস। তার বেস প্রাইস ছিল ৫০ লাখ টাকা। মানে তার দাম উঠেছে ১৫ গুণেরও বেশি! নিলামের পর দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছিল তাকে। বলা হয়েছিল একটা ম্যাসেজ পাঠাতে। এক মিনিট পর তিনি নাচের এই ভিডিও পাঠিয়ে দেন। সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল্লি ক্যাপিটালস।
ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি করেছিলেন ১২০ রান। স্ট্রাইক রেট ছিল ১৫১.৮৯। তারপর ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে সিরিজের প্রথম এক দিনের ম্যাচেও তার সেঞ্চুরি জিতিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।
এর আগে আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। কিন্তু এবার তাকে রাখেনি আরসিবি। তবে ভারত সফরের আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ১২ ইনিংসে ১৪৮.১৪ গড়ে করেছিলেন ৪৪০ রান।
বিডি প্রতিদিন/আরাফাত