এবারের আইপিএলের নিলামে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ২ কোটি রুপি ছিল তার ভিত্তিমূল্য। অথচ নিলামযুদ্ধে শেষ পর্যন্ত অজি পেসারকে ১৫.৫ কোটি রুপিতে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। তবে কামিন্সকে সহজে পায়নি কেকেআর। নিলামে তুমুল লড়াই করতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে।
কলকাতার একটি পাঁচতারকা হোটেলে বৃহস্পতিবার বিকাল ৪টায় আসন্ন আইপিএলের জমজমাট এই নিলাম শুরু হয়। এছাড়া ইয়ন মরগানকে (৫ কোটি ২৫ লাখ) কলকাতা নাইট রাইডার্স, রবিন উথাপ্পাকে (৩ কোটি) রাজস্থান রয়েলস, ক্রিস লিনকে (২ কোটি) মুম্বাই ইন্ডিয়ান্স, জেসন রয়কে (১ কোটি ৫০ লাখ) দিল্লি ক্যাপিটাল, অ্যারন ফিঞ্চকে (৪ কোটি ৪০ লাখ) দলে টেনেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিডি-প্রতিদিন/মাহবুব