এবারের আইপিএলে প্রথমবারের মতো দল পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। কারণ, প্রথমে নিলামের জন্য নিজের নামই নিবন্ধন করেননি তিনি। পরে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে তার নাম তালিকাভুক্ত করা হয়। স্পষ্টত, তার প্রতি আগ্রহ আছে দলগুলোর।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট নিলাম শুরু হচ্ছে বৃহস্পতিবার বিকাল ৪টায়। প্রথমবারের মতো কলকাতায় বসছে আইপিএলের মেগা নিলাম। সেখানকার একটি পাঁচতারকা হোটেল থেকে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।
ভারতীয় মিডিয়ায় গুঞ্জন উঠেছে, শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স আগ্রহ দেখিয়েছে মুশফিককে নিয়ে। এছাড়া, কেউ কেউ বলছে সানরাইজার্স হায়দ্রাবাদের আগ্রহ আছে বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে।
কলকাতা এবার উইকেটকিপার ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে ছেড়ে দিয়েছে। তার জায়গায় একজন উইকেটকিপার ব্যাটসম্যান চাইছে নাইট রাইডার্সরা। সেক্ষেত্রে মুশফিকের জন্য নিলামে লড়াই করতে পারে তারা।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকেই দারুণ ব্যাট করেছেন মুশফিক। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ, সবশেষ ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুশফিকের পারফর্ম চোখে পড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। আর চলমান বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সবশেষ রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৫১ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব