আইপিএলের নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কোন তারকাকে তুলে নেবে, কোন দল কত খরচ করবে সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। নিলাম শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক কোন দলের কাছে খরচের জন্য কত টাকা রয়েছে। দলগুলোর বর্তমান অবস্থাই বা কী।
দিল্লি ক্যাপিটালস :
রেখে দিয়েছে : ১৪ জনকে, ছেড়েছে : ৯ জনকে
কিনেছে অজিঙ্ক রাহানে আর রবিচন্দ্রন অশ্বিনকে।
নিতে পারে : ১১ জন
(৬ জন ভারতীয়, ৫ জন বিদেশি)।
অর্থ রয়েছে : ২৭.৭৫ কোটি রুপি
চেন্নাই সুপার কিংস
রেখে দিয়েছে : ২০ জনকে, ছেড়েছে : ৬ জনকে
নিতে পারে : ৫ জন
(৩ জন ভারতীয়, ২ জন বিদেশি)।
ট্রেডিং উইনডোতে কাউকে কেনেনি।
অর্থ রয়েছে : ১৪.৬০ কোটি রুপি
সানরাইজার্স হায়দরাবাদ
ক্রিকেটার রেখে দিয়েছে : ১৮ জনকে, ছেড়েছে: ৫ জনকে
নিতে পারে: ৭
(৫জন ভারতীয়, ২জন বিদেশি)।
ট্রেডিং উইনডোতে কাউকে কেনেনি।
অর্থ রয়েছে: ১৭ কোটি রুপি
কলকাতা নাইট রাইডার্স
রেখে দিয়েছে : ১৪ জনকে, ছেড়েছে : ১১ জনকে
নিতে পারে : ১১ জন
(৭ জন ভারতীয়, ৪ জন বিদেশি)।
কিনেছে সিদ্দেশ লাড।
অর্থ রয়েছে : ৩৫.৬৫ কোটি রুপি
মুম্বই ইন্ডিয়ান্স
রেখে দিয়েছে : ১৮ জনকে, ছেড়েছে : ১০ জনকে
নিতে পারে : ৭ জন
(৫ জন ভারতীয়, ২ জন বিদেশি)।
কিনেছে ধাওয়াল কুলকর্ণি, ট্রেন্ট বোল্ট, শেরফন রাদারফোর্ড।
অর্থ রয়েছে : ১৩.০৫ কোটি রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রেখে দিয়েছে : ১৩ জনকে, ছেড়েছে : ১২ জনকে
নিতে পারে : ১২ জন
(৬ জন ভারতীয়, ৬ জন বিদেশি)।
ট্রেডিং উইনডোতে কাউকে কেনেনি।
অর্থ রয়েছে : ২৭.৯০ কোটি রুপি
রাজস্থান রয়্যালস
রেখে দিয়েছে : ১৪ জনকে, ছেড়েছে : ১১ জনকে
নিতে পারে : ১১ জন
(৭ জন ভারতীয়, ৪ জন বিদেশি)।
কিনেছে অঙ্কিত রাজপুত, রাহুল তিওয়াতিয়া, মায়াঙ্ক মরকন্ডে
অর্থ রয়েছে : ২৮.৯০ কোটি রুপি
কিংস ইলেভেন পাঞ্জাব
রেখে দিয়েছে : ১৬ জনকে ছেড়েছে : ৭ জনকে
নিতে পারে: ৯
কিনেছে : জগদীশা সুচিত, কৃষ্ণাপ্পা গৌতম, জে সুচিথ আর কৃষ্ণাপ্পা গৌতম।
(৫ জন ভারতীয়, ৪ জন বিদেশি)।
অর্থ রয়েছে: ৪২.৭০ কোটি রুপি
সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/শফিক