এল ক্লাসিকোয় ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ক্যাম্প ন্যু জয় করার সব প্রস্তুতি নিয়েছিল রিয়াল। কাউন্টার অ্যাটাকের পথ বেছে নিয়ে শুরু থেকেই বার্সার রক্ষণে বেশ কয়েকবার ফাটল ধরাতে সক্ষম হন করিম বেনজেমারা।
পুরো ম্যাচে রিয়াল শট নিয়েছে ১৭টি যার ৪টি টার্গেটে আর বার্সা শট নিয়েছে ৯টি, এর মধ্যে মাত্র দুটি গোলমুখে। দুই দল মিলে হলুদ কার্ড হজম করেছে ৮টি, যার মধ্যে ৫টিই রিয়ালের।
ম্যাচ ড্র হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থানেই আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। দুই দল পরস্পরের বিপক্ষে ৭২ ম্যাচ জেতার রেকর্ড নিয়ে খেলতে নেমেছিল। এখানেও সমতা রয়ে গেল।
বিডি প্রতিদিন/ফারজানা