ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।
ব্রায়ান লারার মতে," ব্যাটিংকে অন্য এক পর্যায়ে নিয়ে গিয়েছেন কোহলি। ক্রিকেটের প্রতি নিষ্ঠা, অধ্যাবসায় আর দায়বদ্ধতা তাকে ভিন্ন পর্যায়ে অনন্য ক্রিকেটার করে তুলেছে।"
কিংবদন্তি ক্রিকেটারের মতে, "কোহলির ফিটনেস আর মানসিক শক্তি এককথায় অবিশ্বাস্য।"
ব্রায়ান লারা আরও মনে করেন, ডন ব্র্যাডম্যানের সময়কার অস্ট্রেলিয়া দল কিংবা সাতের দশকের ক্লাইভ লয়েডের অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজ দলেও, বিরাট কোহলি কিন্তু জায়গা করে নিতেন বলে দাবি লারার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ