ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সোমবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নতুন কোচ মার্ক বাউচারের এই ১৭ জনের স্কোয়াডে নতুন মুখ ৬ জন।
দলে এতোগুলো নতুন মুখ নেওয়ার বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক লিন্ডা জোন্ডি বলেছেন, ‘দলে এগুলো নতুন মুখ নেওয়াটা আমাদের নতুন পলিসিরই প্রতিচিত্র। যারা ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো করেছে তাদের সুযোগ দেওয়া হয়েছে।’
ভারতের বিপক্ষে হেরে আসা দলের খেলোয়াড়দের মধ্যে স্কোয়াডে আছেন ফাপ ডু প্লেসিস, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, ভারনন ফিলান্ডার ও কাগিসু রাবাদা। বাদ পড়েছেন ডানে পিয়েডিত, থিউনিস ডি ব্রুইন, হেইনরিচ ক্লাসেন ও জর্জ লিন্ডে। ইনজুরি থেকে সেরে ওঠা ব্যাটসম্যান এইডেন মার্করামকে দলে নেওয়া হয়েছে। তবে ইনজুরির কারণে লুঙ্গি এনগিদি নেই।
নতুন মুখের মধ্যে ফাস্ট বোলার দানে প্যাটারসন ও বিউরান হেনড্রিকস আছেন স্কোয়াডে। নতুন ব্যাটসম্যান হিসেবে আছেন পিয়েটার মালান ও রাসি ফন ডের ডুসেন। নতুন মুখ হিসেবে অলরাউন্ডার ডোইয়ানি প্রিটোরিয়াস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রুদি সেকেন্ড আছেন স্কোয়াডে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটি শুরু হবে সুপারস্পোর্টস পার্কে ২৬ ডিসেম্বর। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।
১৭ সদস্যের স্কোয়াড:
ফাপ ডু প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেনড্রিকস, কেশব মহারাজ, পিটার মালান, এইডেন মার্করাম, জুবায়ের হামজা, অ্যানরিচ নর্টজে, দানে প্যাটারসন, আন্দিলে ফেলুকাওয়ে, ভারনন ফিলান্ডার, ডোয়াইনি প্রিটোরিয়াস, কাসিগু রাবাদা, রাসি ফন ডের ডুসেন ও রুদি সেকেন্ড (উইকেটরক্ষক)।
বিডি প্রতিদিন/কালাম