ইংলিশ প্রিমিয়ার লিগে (বুধবার ২ জানুয়ারি) রাতে পৃথক ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে সাউদাম্পটন। প্রিমিয়ার লিগের টেবিলের তিনে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে চেলসি। টেবিলের তলানিতে থাকা সাউদাম্পটনের বিপক্ষে লড়বে ব্লুজরা।
পরিসংখ্যান বলছে, দু'দলের মুখোমুখি লড়াইয়ে চেলসির পাল্লাটাই বেশ ভারি। যেখানে ৭৩ বারের দেখায় ৩৬ ম্যাচ জিতেছে চেলসি। বিপরীতে সাউদাম্পটনের জয় মাত্র ১৯টিতে। যদিও ইনজুরিতে থাকা ফরাসি তারকা অলিভার জিরু'কে ছাড়াই মাঠে নামতে হবে ব্লু'দের।
এদিকে, আরেক ম্যাচে নিউক্যাসেলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে নিউক্যাসেলর টেবিলে ১৫ নম্বরে অবস্থান করছে।
ইপিএলে পয়েন্ট টেবিলে বেশ ব্যবধান নিয়েই শীর্ষে অবস্থান করছে লিভারপুল। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টটেনহাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন