স্টুয়ার্ট ল পদত্যাগ করার পর থেকে ওয়েস্ট ইন্ডিজের নিক পোথাস অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন। তবে তার অধীনে দল যে খুব একটা সাফল্য পাচ্ছে না, সেটা বোঝা গেছে বাংলাদেশ সফরে, টি-টোয়েন্টি সিরিজ জিতলেও টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে ক্যারিবীয় দলটি। তাই একজন পরীক্ষিত কোচ খুঁজছিল তারা। শেষ পর্যন্ত নিজেদের ঘরেরই একজনকে পেয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের হাইপারফরম্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা রিচার্ড পাইবাসই জাতীয় দলের প্রধান কোচ হতে যাচ্ছেন।
পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ছিলেন পাইবাস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তি হচ্ছে আগামী মে-জুনে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
গত বছর ফেব্রুয়ারি থেকে ক্যারিবীয় হাইপারফরম্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পাইবাস। তার দায়িত্ব হচ্ছে ক্যারিবীয় দেশগুলোর নির্বাচক ও কোচদের সঙ্গে সমন্বয় করা। অবশ্য এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করেছেন।
কোচ হিসেবে পাইবাসের সবচেয়ে বড় সাফল্য পাকিস্তানকে ১৯৯৯ সালে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া। অবশ্য সেবার তাদের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এরপর তিনি অল্প সময়ের জন্য বাংলাদেশের জাতীয় দলের কোচ ছিলেন।
পাইবাস ২০১২ সালে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেন। মাত্র সাড়ে চার মাস পরেই তিক্ত স্মৃতি নিয়ে বিদায় নিয়েছিলেন তিনি। চলে যাওয়ার আগে বিসিবির বিপক্ষে ছিল তার অনেক অভিযোগ।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৯/আরাফাত