ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেক ইউনিয়নের চরঅযোদ্ধা গ্রামে পবিত্র কুমার শীল (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পবিত্র নরসুন্দরের কাজ করতেন।
পবিত্রর বড় ভাই সুভাস চন্দ্র শীল এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, দীর্ঘ ১৫ বছর যাবৎ পায়ে ঘায়ের সমস্যাজনিত রোগে ভুগছিল পবিত্র। বিভিন্ন চিকিৎসার পরেও আরোগ্য লাভ না করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে।
পবিত্রর এক স্ত্রী ও দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন তারা বাড়িতে ছিল না। গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পবিত্রর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক সুকান্ত দত্ত জানান, রাত একটার দিকে আমরা মরদেহ থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা