পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও মাঠে ব্যাট হাতে ঝড় তুলে যাচ্ছেন তিনি।
আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন আফ্রিদি। এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন এই অলরাউন্ডার। তার ভিত্তিমূল্য ২ লাখ ডলারেই (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা) তাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা।
ফ্র্যাঞ্চাইজি লিগে আফ্রিদি চড়া দামে বিক্রি হবে এ খবর নতুন কিছু নয়। তবে এবার আফ্রিদিকে ঘিরে নতুন এক খবর সামনে এসেছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে আফ্রিদিকে 'চিকিৎসক'-এর পোশাক পরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেরই ধারণা তিনি হয়তো কোনো বিজ্ঞাপনে পোজ দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর