আকাশের বুকে দেখো
লাল নীল রং,
প্রজাপতি উড়ে বেড়ায়
করে কত ঢং!
জমিনের বুকে আছে
পলি বেলে মাটি,
স্বর্গের ছোঁয়া পেতে সবাই
খালি পায়ে হাঁটি!
চারদিক সবুজের
সমারোহ ঢের,
মনটাকে ভালো করে
পাই তাই টের!
নিখিলের চারিপাশে
উঁচু নিচু জমি,
বিধাতার কাছে গিয়ে
পায়ে পড়ে চুমি!
পথঘাট দেখে হয়
পুলকিত মন,
চারদিক ছেয়ে গেছে
সবুজের বন।