শহীদ মিনারের বেদিতে অঞ্জলি দেয় ভাষা শহীদদের স্মরণে, আর ক্যানভাসে রঙ ছড়িয়ে দেয় নতুন প্রজন্মের স্বপ্ন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ভাষার জন্য আত্মত্যাগ করা বীর সন্তানদের স্মরণে প্রতিযোগিতার প্রতিটি রেখায়, প্রতিটি রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে একুশের চেতনা।
কচিকাঁচা শিশুদের আঁকা ছবিতে ফুটে উঠেছে রক্তস্নাত একুশে ফেব্রুয়ারির দৃশ্য, বাংলার ইতিহাস, সংস্কৃতি আর মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসিন, সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, সদস্য অনিক মিয়া ও জাহিদ মিয়া প্রমুখ।
শুভসংঘ কাপাসিয়া শাখার সভাপতি বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগের গল্প শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মননে ও সৃজনশীলতায়। এ আয়োজন তাদের ভাষার প্রতি ভালোবাসায় নতুন মাত্রা যোগ করবে।”
বিডি প্রতিদিন/আশিক