বাংলাদেশের জাতীয় নির্বাচনের সাথে শ্রম পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
আজ দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ‘শ্রম পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেমোরেন্ডামটি বিশ্বের সব দেশের জন্য করা হয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।’
তিনি আরও বলেন, ডব্লিউটিও-এর বিধান অনুসারে শ্রম ইস্যুতে বাণিজ্য নিষেধাজ্ঞার কোন সুযোগ নাই। এ ধরণের কোন আশংকা নাই বলেও মনে করেন সিনিয়র সচিব। বাংলাদেশে পোশাক খাতে শ্রম পরিবেশ অন্য অনেক দেশের তুলনায় ভালো আছে বলে জানান তিনি। এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয় ইউনিয়নের সাথে বাংলাদেশ নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের অনেক বড় রপ্তানি বাজার। এটাকে আমরা সংরক্ষণের চেষ্টা করছি। বাণিজ্য সুবিধা বাতিল বা নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে না।’
বিডি প্রতিদিন/নাজমুল