সিটিজেন্স ব্যাংক পিএলসি’র গুলশান কর্পোরেট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি গুলশান সার্কেল-২ এ ব্যাংকের শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারপার্সন তৌফিকা আফতাব।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক মোহাম্মদ ইকবাল, মো. মোখলেছুর রহমান, মোহাম্মদ আব্দুল সালাম, তাজকিয়া রহমান, শেখ মো. ইফতেখারুল ইসলাম, শফিকুল হক এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত