পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য বালিপাড়া ফাউন্ডেশন কর্তৃক বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনকে ‘বাংলাদেশ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত ‘দশম বালিপাড়া ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস ২০২২’-এ এই পুরস্কার গ্রহণ করেন গোলাম মইন উদ্দীন।
গত ১১ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হওয়া দশম ইস্টার্ন হিমালয়ান ন্যাচারনমিক্স ফোরামের অংশ হিসেবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি; ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর পরমাণু ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জনাব শ্যাম শরণ এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য রাম মাধব।
গোলাম মইন উদ্দীন আন্তরিকতা ও একাগ্রতার সঙ্গে ২০০৮ সালের আগস্ট থেকে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি প্রশংসনীয় ও অনুকরণীয় ভূমিকা রেখেছেন। তার অনন্য নেতৃত্ব দেওয়ার ধারাবাহিকতায় দেশজুড়ে জমিতে গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে তিনি ১৯৮০ সালে বনায়ন কার্যক্রমের সূচনায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।
জলবায়ু সংকট মোকাবিলাসহ স্থানীয় সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষরোপণ প্রকল্পের শুরু থেকেই তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত/রুহুল