বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) পাবনা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
এ দিন বেলা ১২ টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুুস পাবনা জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও নির্বাচন কমিটির সদস্য শেখ রতন।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজুস পাবনা জেলা নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্য মারায়ন শেঠ, বাজুস পাবনা জেলা আপিল বোর্ডের সদস্য নজরুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ।
গত ১৪ নভেম্বর বাজুস পাবনা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ওই নির্বাচনে কুতুব উদ্দিন শেখ সুইট সভাপতি ও সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বাজুস নবনির্বাচিত কমিটি সহ জুয়েলার্স ব্যবসয়ীরা তাদের বক্তব্যে সারা দেশের জুয়েলার্স ব্যবসায়ীদের সংগঠিত করার মাধ্যমে এই শিল্পের আধুনিকায়ন ও প্রসারে বাজুস কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন