রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিনদিনের সিরামিক এক্সপো-২০২২।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক্সপো চলবে শনিবার (২৬ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সর্ব সাধারনের জন্য রয়েছে উন্মুক্ত।
আজ বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রী বলেন, অ্যাপারেলের মত সিরামিক পন্যও রপ্তানী করে বিলিয়ন ডলার আয় করবে বলে আমার প্রত্যাশা। চলমান বিশ্ব সংকটের কারণে বাংলাদেশেও জ্বালানি সমস্যায় পড়েছে। আশা করছি জানুয়ারি নাগাদ এই সমস্যার সমাধান হবে।
মোস্তফা আজাদ চৌধুরী বলেন, তৈরি পোশাক খাতের মত সিরামিক পণ্য রপ্তানীতে নগদ সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা দিলে আরও বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসবে। তাই বাণিজ্য মন্ত্রীকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার।
বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাহ বলেন, স্যানিটারি, টেবিলওয়্যার ও টাইলস উৎপাদন করছে ৭০টির বেশি কারখানা। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন, বিশ্বব্যাপী সিরামিক পণ্যের চাহিদা বাড়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এই এক্সপোতে অনেক বিদেশি বিনিয়োগকারী ও কোম্পানি অংশ নিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ