রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক পেল নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) এমডি হয়েছেন মো. আব্দুল জব্বার। তিনি জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থেকে পদোন্নতি পেয়েছেন।
পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি হয়েছেন শেখ মো. জামিনুর রহমান। তিনিও জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থেকে পদোন্নতি পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান জাতীয় বেতন কাঠামো অনুযায়ী তারা মাসে ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন পাবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ