দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিপণ্য উৎপাদন বাড়াতে কৃষি খাতের জন্য ৫ পাঁচ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘এ তহবিল থেকে ধান চাষ, মৎস্য চাষ, শাক-সবজি, ফল ও ফুল চাষ, প্রাণিসম্পদ খাতের আওতায় পোল্ট্রি ও দুগ্ধ উৎপাদন খাতে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকরা। ব্যাংকগুলো নিজ উদ্যোগে কৃষক-গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে।’
‘ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের অনুকূলে শস্য ও ফসল (ধান, শাক-সবজি, ফল ও ফুল) চাষের জন্য শুধু ফসল দায়বন্ধনের বিপরীতে জামানতবিহীন ২ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ দিতে পারবে ব্যাংক। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকগুলো এই ঋণ বিতরণ করতে পারবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ