বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুর। বাংলাদেশে বিনিয়োগের বিষয়াদি যাচাই এবং আলোচনার জন্য সিঙ্গাপুরের একটি সমন্বিত প্রতিনিধি দল সোমবার বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সঙ্গে বৈঠক করেন।
ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো এ প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে সিঙ্গাপুরের ব্যবসায়ী সংগঠনসমূহকে আহ্বান জানিয়েছিলেন। আমরা এখানে বিনিয়োগে আগ্রহী। এ দুই দেশের অর্থনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ’।
শেখ ইউসুফ হারুন বলেন, ‘বিনিয়োগ উন্নয়নের জন্য নিরলস কাজ করছে বেজা। সেবা প্রদানকারী সংস্থাসমূহের সকল সেবা দেওয়ার জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।’
বিডি প্রতিদিন/ফারজানা