অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আইএমএফের কাছ থেকে শর্ত সাপেক্ষে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। প্রথম কিস্তি ৪৪৭ মিলিয়ন ডলার পাওয়া যাবে ফেব্রয়ারিতে। বাকি অর্থ ছয় কিস্তিতে ৬৫৯ মিলিয়ন ডলার করে চার বছরের মধ্যে পাওয়া যাবে।
আজ নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে ঋণের প্রথম কিস্তি পাব। ২০২৬ সালের মধ্যে প্রতিশ্রুত সব ঋণ পাওয়া যাবে।
এর আগে আজ সকালেই সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঋণ আমরা নেব, তবে কঠিন শর্তে না।’
বিডি প্রতিদিন/হিমেল/আরাফাত