২০২১-২২ অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ৭৮৬ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে। মূলত, অর্থনীতি সচল হতে শুরু করায় দেশের বাজারে ডলারের দাম ও ডলার বিক্রি বাড়ছে।
গত মঙ্গলবারই বাংলাদেশ ব্যাংক ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের কাছে ৫৫ মিলিয়ন এবং বাকি ৪৫ মিলিয়ন ডলার অন্যান্য কয়েকটি ব্যাংক ক্রয় করেছে।
এর আগে সোমবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক আমদানিকৃত কোভিড টিকার মূল্য পরিশোধ ও তাদের গ্রাহকদের এলসির মূল্য পরিশোধের জন্য ৮৫ মিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের থেকে কিনেছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, ব্যাংকগুলোর ঘোষিত মুদ্রা বিনিময় হার নগদ ডলারের দাম সবচেয়ে বেশি উঠেছে ব্র্যাক ও এনআরবিসি ব্যাংকে। ব্যাংকগুলোর নগদ ডলারের দর ছিল ৮৮ টাকা ৫০ পয়সা। এছাড়া বেশিরভাগ ব্যাংকই ৮৭ টাকা থেকে ৮৮ টাকায় ডলার বিক্রি করছে।
এদিকে চাহিদা বাড়ায় দেশে মার্কিন ডলারের দাম বেড়েই চলছে। এতে করে টাকার মান কমছে। কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রয় বাড়ালেও দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না।
বিডি প্রতিদিন/আবু জাফর