সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। আগামী রবিবার ও সোমবার (২ ও ৩ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। এ পূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। বিভিন্ন বয়সের নারী পুরুষ এসব হাট থেকে কিনে নিচ্ছেন প্রতিমা। জেলার বাড়ি-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে সরস্বতী পূঁজার।
প্রতি বছরের মত এবছরও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী স্বরসতী পূজা। আর এ পূজার প্রধান অনুসঙ্গ হল সরস্বতী প্রতিমা।
জেলা শহরের খাটরা সর্বজনীন কালীবাড়ীসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। আর প্রতিমা বিক্রির জন্য এসব হাটে প্রতিমা নিয়ে এসেছেন প্রতিমা কারিগরেরা।
প্রতিমা বেচা-বিক্রি চলবে শনিবার (১ ফেব্রুয়ারী) রাত পর্যন্ত। যে যার পছন্দ আর সাধ্যমত কিনছেন প্রতিমা।
বিডি প্রতিদিন/হিমেল