ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-সন্তানকে হত্যার ঘটনায় বাচ্চু মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জেলা দায়রা জজ মো. মঈন উদ্দীন বুধবার এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাচ্চু মিয়ার স্ত্রী সরুফা আক্তার (৩০) ও মেয়ে মারুফা আক্তারের (১০) লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সরুফার ভাই মো. হেলাল মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
অবশেষে দীর্ঘদিন পর মামলার রায় হলো। রায়ে বাচ্চু মিয়ার যাবজ্জবীন কারাদণ্ড হয়। তবে তার আরেক স্ত্রী তানজিনাকে বেকসুর খালাস দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই