বগুড়ায় মাদকসেবন নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামের আরেক বন্ধু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে শহরের ফুলবাড়ি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে। সে চুরি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে হৃদয়সহ তার কয়েকজন বন্ধু ফুলবাড়ি মধ্যপাড়া সরিষা ক্ষেতে যায়। সেখানে মাদকসেবন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হয়। পরে বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনউদ্দিন জানান, হত্যাকাণ্ডের শিকার হৃদয় ও তার বন্ধুরা একটি অপরাধী চক্রের সদস্য। তারা চুরি, ছিনতাই, মাদকসেবন ও বিক্রিসহ নানা অপরাধের সাথে জড়িত। মাদকসেবন নিয়ে বিরোধের জেরে হৃদয়ের বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত