কনকনে শীতে ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ শীতার্ত মানুষ। সোমবার সকালে জেলা স্কুল বড়মাঠে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও সহায় এর উপদেষ্টা লুৎফর রহমান মিঠু, ডা. শুভেন্দু কুমার দেবনাথ, সহায় এর আহব্বায়ক শামিমুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক আরাফাত হোসেন সাগর সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
কনকনে এই শীতের মধ্যে সহায় সংগঠনের লেপ পেয়ে খুশি হন শীতার্তরা।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সহায় সংগঠনটি দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসতেছে। এই ধরনের কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ