ফরিদপুরে অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে চাদর বিতরণ করেছেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা। শুক্রবার শহরের আলিপুর গোরস্তান এলাকায় হতদরিদ্র শতাধিক নারী পুরুষের মাঝে চাদর বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওবায়দুল কাদির, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান সবুজ, ছাত্রদল নেতা মাহিদুল ইসলাম স্মরনসহ বিএনপি,যুবদলের নেতৃবৃন্দ।
এর আগে সৈয়দ মোদাররেস আলী আছা শহরের হতদরিদ্র, ছিন্নমূল বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করেন। বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা জানান, হতদরিদ্র মানুষের মাঝে তার নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ