অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে সাংবাদিক জহিরুল ইসলামের কিশোর ভৌতিক 'তিন বন্ধু ও অজানা রহস্য'। গ্রন্থটি প্রকাশ করছে টাঙ্গন প্রকাশনী। গতকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গনের স্টলসহ মোট দুটি স্টলে গ্রন্থটি পাওয়া যাচ্ছে। এছাড়া রংপুর, খুলনা ও মানিকগঞ্জ বইমেলায় টাঙ্গনের স্টলে মিলছে বইটি।
কিশোর ভৌতিক 'তিন বন্ধু ও অজানা রহস্য' গ্রন্থটি তিন কিশোরকে নিয়ে। যারা অজানাকে জানার আগ্রহ নিয়ে চলতে পছন্দ করে। বের করে আনে নানা ধরনের ভৌতিক কল্প-কাহিনীর পেছনের গল্প। সেখান থেকে সত্য-মিথ্যার পার্থক্য করা, মানুষকে ভালোবাসা, লোভ পরিত্যাগ করাসহ জীবন ঘটনে তারা নেন অনেক শিক্ষা। বইটি কিশোরদের যেমন রহস্যভেদে আগ্রহী করে তুলবে তেমনি বড়দের ফিরিয়ে নিয়ে যাবে কিশোর বয়সে।
লেখক জহিরুল ইসলাম বলেন, রহস্যভেদে উজ্জিবীত তিন কিশোরকে নিয়ে চারটি গল্প রয়েছে গ্রন্থটি। গল্পের তুহিন, বাদল আর রায়হানরা ছুটে চলেন কুমিল্লার শহর থেকে গ্রামে। উন্মোচন করেন রহস্য। যে রহস্যের ঘোরে ছিল স্থানীয়রা, তা উন্মোচন করে ভয় যেমন দূর করেছেন আবার নিজেরাও ডুবেছেন ভয়ের অন্ধকারে। রহস্য উন্মোচনে গিয়ে তারা নিজেদের সমৃদ্ধ করেন নানাভাবে।
বইটি সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গনের ৯ নম্বর স্টল, বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র ৯৬২ নম্বর স্টল (নজরুল মঞ্চের সামনে) এ পাওয়া যাচ্ছে। প্রদর্শনীর জন্য রাখা হয়েছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৯২ নম্বর স্টলে। এছাড়া রকমারি ডটকমসহ বইটি মিলবে বিভিন্ন অনলাইন প্লাটফরমেও।
বিডি প্রতিদিন/আরাফাত