-► স্ত্রী : বুঝি না তুমি কেন সিগারেট ছাড়া থাকতে পার না? এটা খেতে যদি আসলেই এত ভালো হতো, তাহলে আমি কেন খাই না?
স্বামী : কারণ ওটা খেতে হলে মুখ বন্ধ করতে হয়।
-► বল্টু : জানিস পল্টু, পৃথিবী দিন দিন মেধাশূন্য হয়ে পড়ছে।
পল্টু : কীভাবে?
বল্টু : এই ধর এরিস্টটল মারা গেলেন, নিউটন গত হয়েছেন, আইনস্টাইন মরে ভূত হয়ে গেলেন, স্টিফেন হকিংয়ের স্বাস্থ্যও খারাপ, আমার শরীরটাও বেশি ভালো ঠেকছে না কয়েকদিন ধরে...
-► ডাক্তার সাহেব, আমাকে মৌমাছি কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছে। কিছু একটা করুন।
: ভয় পাবেন না। চিন্তার কিছু নেই। আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি।
: কিন্তু মলম লাগাবেন কীভাবে? মৌমাছি তো এতক্ষণে অনেক দূরে চলে গেছে!
: মৌমাছির ওপর না। মলম লাগাব যেখানে কামড় দিয়েছে সেখানে।
: আচ্ছা, তাহলে আপনাকে আমার বাগানে যেতে হবে, আমগাছের নিচে। মৌমাছিটি সেখানে বসেই কামড়টা দিয়েছে!
: ওরে বোকা! আমি তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাব।
: ও! আঙুল, আঙুল! কামড় দিয়েছে আঙুলের মাথায়।
: কোনটা?
: সেটা তো আমি ঠিক বলতে পারব না। ওখানে অনেক মৌমাছি ছিল। আর সব দেখতে একই রকম।
-► শিক্ষক : স্কুল থেকে তোমার বাসার দূরত্ব কত?
জুয়েল : ১০ মিনিটের হাঁটাপথ স্যার, যদি দৌড়ে যান।
-► স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে।
প্রথম ব্যক্তি : ভাই, এটা কোন স্টেশন?
দ্বিতীয় ব্যক্তি বাইরের দিকে কিছুক্ষণ দেখে বলল, এটা মনে হয় রেলস্টেশন।
-► অফসাইডের সংকেত পেয়ে রেগে কাঁই হয়ে চিৎকার করে ফুটবল দলের অধিনায়ক রেফারিকে বলল, ‘আমি যদি বলি তুমি একটা গাধা, তাহলে কী হবে?’
রেফারি : তোমাকে আমি লাল কার্ড দেখাতে বাধ্য হব।
অধিনায়ক : আর আমি যদি মুখে না বলে মনে মনে ভাবি, তাহলে?
রেফারি : তাহলে তো আর আমার কিছু করার নেই।
অধিনায়ক : ও আচ্ছা, তো আমাকে একটু ভাবার সময় দাও দেখি।
সংগ্রহ : মাহফুজুল কবির, পুঠিয়া, রাজশাহী।