চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পণ্য ডেলিভারি দিতে গিয়ে ভ্যান উল্টে মোহাম্মদ একরাম হোসেন (১৫) নামের এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২ টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের লামা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত একরাম ওই উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম ঝিওরী এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো বলে জানা গেছে।
নিহতের বাবা মোহাম্মদ মুছা স্থানীয় সাংবাদিকদের জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অস্থায়ী ভিত্তিতে ডেলিভারিম্যানের কাজ করতো একরাম। রবিবার সকাল ৮ টার দিকে বাসা থেকে বের হয়ে পণ্য ডেলিভারি দিতে যাওয়ার সময় জুঁইদন্ডী লামা বাজার এলাকায় গেলে গাড়ি উল্টে পড়ে তার মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনাস্থল থেকে তার সাথে থাকা চালক মোহাম্মদ নিষাদ তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় একরামকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এএম