চট্টগ্রাম নগরীতে জাফর আলী চৌধুরী (৪৩) নামের এক ব্যাংক কর্মকর্তাকে খুনের অভিযোগে তার স্ত্রী রোমানা ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে খুনের অভিযোগ পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকা থেকে তাকে হেফাজতে নিয়ে রবিবার (২৩ মার্চ) ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। নিহত জাফরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। অভিযুক্ত রোমানা স্বামীর সাথে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ভাড়া বাসায় থাকতেন।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, রোমানা প্রথমে পুলিশকে জানায় তার স্বামী শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু জাফরের ভাই-বোনদের অভিযোগ তাদের দুজনের সম্পর্কে টানাপোড়েন ছিলো। জাফরকে খুন করা হয়েছে। ওইদিন রাতে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ পরিদর্শন করে লাশের গায়ে জখমের চিহৃ দেখতে পেয়ে রোমানাকে হেফাজতে নেয়। পরে রবিবার দুপুরে জাফরের ভাই আবুল হাসনাত রোমানাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করলে রোমানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের ভাষ্যমতে, এর আগে শনিবার রাতে খবর পেয়ে চমেক হাসপাতালে গিয়ে জাফরের গলায় কালো দাগ, হাতে নখের আঁচড়, কানে জমাটবাঁধা রক্ত এবং মাথার পেছনে ফোলা জখম দেখতে পায় পুলিশ।
বিডি প্রতিদিন/এএম