চট্টগ্রামে ছিনতাইয়ের সময় ধারণকৃত এক ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত দুই ছিনতাইকারীর একজন মো. শাকিল আহম্মদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর ৪টার দিকে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হামজারবাগ এলাকার স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় অভিযুক্ত মো. আলমগীর নামের আরেক ছিনতাইকারী এখনো পলাতক বলে জানা গেছে।
পুলিশ ও অন্যান্য সূত্র জানিয়েছে, গত শনিবার রাস্তায় রিকশা থামিয়ে ছিনতাইয়ের সময় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন চট্টগ্রামের স্থানীয় একটি পত্রিকার এক সাংবাদিক। সাথে সাথে ওই পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী ব্যাক্তি ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও মাদক আইনসহ নানা অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পলাতক আলমগীরের বিরুদ্ধেও ৯টি মামলার তথ্য জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, গ্রেফতার হওয়া শাকিলসহ শনিবার ষোলশহর এলাকার রাস্তায় রিকশা থামিয়ে প্রকাশ্যে এক বৃদ্ধকে ধারালো চুরির ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। গ্রেপ্তারের পর শাকিল ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এএম