চট্টগ্রামে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাতটি দোকান। তারমধ্যে নগরীর রেয়াজউদ্দিন বাজারে আগুনে পুড়েছে দুইটি জুতার দোকান এবং বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার চেচুরিয়ায় ৫টি দোকান পুড়েছে। শুক্রবার বাঁশখালী ও বৃহস্পতিবার দিবাগত রাতে রেয়াজউদ্দীন বাজার আমতল এলাকায় এঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, রেয়াজউদ্দিন বাজারের আমতলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাত একটায় ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুইটি জুতার দোকান পুড়ে গেছে।
অপরদিকে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেঁচুরিয়া এলাকার হাবিবের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের ধারণা, মিষ্টির দোকানের চুলা বা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তে একই সারিতে থাকা ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঈদ উপলক্ষে নতুন দোকানে মালামাল আনা হয়। সেগুলো আগুনে পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম