চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা তৈরি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, ভূলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের আকাঙ্খা। ফ্যাসিবাদ পতনের পর জাতি যখন নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, তখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ, দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। তাই জনসমস্যা নিরসনে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। বৃহস্পতিবার নগরীর জামাল খান ওয়ার্ডের আবেদিন কলোনিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জামাল খান ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও দিদারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, বিএনপি নেতা মো. আলি, কামাল উদ্দিন, হাসানুল করিম, ওমর ফারুক স্বপন, দিদারুল আলম, শাহ নেওয়াজ। উপস্থিত ছিলেন যুবদল নেতা আলী হোসেন, ইমরান হোসেন, নূর হোসেন, মো. ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ