চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বিমল দেবনাথ (৪৫), শাহিন উদ্দিন জাফর (২৫), নুর নবী (৩৫) ও সাব্বির হোসেন (২১)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। ডাকাত দলের সদস্যদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ডাকাত দলের কোনো সদস্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ