চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ রমজান (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। রমজান মাসেই ছুরিকাঘাতে খুন হলেন যুবক রমজান। নিহত মোহাম্মদ রমজান ওই এলাকার পূর্ব তারাখোঁ গ্রামের মৃত হানিফের ছেলে।
দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেওয়ান সামসুদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে রমজান নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে হাসান নামে আরও একজন। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ