ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেট এলাকা মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় রীনা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রীনা রানী ভৌমিক ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির অজিত চন্দ্র নাথের স্ত্রী এবং উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি এই স্কুলে গত ২০ বছর ধরে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক বলেন, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হচ্ছিল। ক্লাস শেষে বাড়ি যেতে গাড়ির জন্য বড়তাকিয়া মাজার গেট এলাকায় রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ রাস্তার পাশে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার হোসেন বলেন, দুপুর দুইটার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা তিন জনের মধ্যে ঘটনাস্থলেই রীনা রানী ভৌমিকের মৃত্যু হয়। গাড়িচালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম