চট্টগ্রামকে একটি ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, "চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ব্যবসার প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।"
সোমবার নগরীর হল-২৪ কনভেনশন সেন্টারে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির আয়োজনে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, জামাল আহমদ, জসিম উদ্দীন কবির, এম এ শুক্কুর, হারুন ওর রশিদ, আব্দুর রহিম, সেলিম উল্লাহ ও ছমীর উদ্দীন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "একটি পরিকল্পিত নগরী ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে। এজন্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা এবং নগর পরিষেবার মানোন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"
তিনি আরও জানান, নগরীর প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকার যানজট নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে। বাজারের আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র বলেন, "চট্টগ্রামের ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তারা যদি নগর উন্নয়ন প্রকল্পে আমাদের সহযোগিতা করেন, তবে খুব দ্রুতই একটি আধুনিক ব্যবসাবান্ধব নগরী গড়ে তোলা সম্ভব হবে।"
বিডি প্রতিদিন/আশিক