চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। রবিবার গঠিত তিন সদস্যের কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত আয়াকে তাৎক্ষণিকভাবে ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি, চমেক হাসপাতালের নিওনেটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ শাহীন একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন।
এর আগে, শনিবার ওয়ার্ডবয়কে বকশিশ না দেওয়ার কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার অভিযোগ ওঠে, যার ফলে নবজাতকের মৃত্যু হয়।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ মুছা মিঞাকে। এছাড়া, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রবিউল আলম মো. এরফান উদ্দীনকে সদস্য এবং অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শুভাশীষ তালুকদারকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও তদন্তে সহযোগিতার জন্য মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি) অসীম কান্তি নাথকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, "ঘটনার পরপরই অভিযুক্ত আয়াকে ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো গাফিলতি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।"
বিডি প্রতিদিন/আশিক