পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করেছে। এছাড়া ১৪টি মিটারগেজ লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার ঈদ উপলক্ষে প্রতিদিন ১৬টি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে। এসব ট্রেনে আসন সংখ্যা ৯ হাজার ৪২০টি।
শুক্রবার দুপুর ২টা থেকে অনলাইনে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিন ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে।
অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, ১ এপ্রিল ঈদুল ফিতর ধরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
- ১৪ মার্চ: ২৪ মার্চের টিকিট
- ১৫ মার্চ: ২৫ মার্চের টিকিট
- ১৬ মার্চ: ২৬ মার্চের টিকিট
- ১৭ মার্চ: ২৭ মার্চের টিকিট
- ১৮ মার্চ: ২৮ মার্চের টিকিট
- ১৯ মার্চ: ২৯ মার্চের টিকিট
- ২০ মার্চ: ৩০ মার্চের টিকিট
ঈদ ফেরত যাত্রীদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ থেকে।
বিশেষ ব্যবস্থা ও ট্রেন সংখ্যা বৃদ্ধি
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার দুপুরের পর অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার ১৬টি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। পাশাপাশি চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
জানা গেছে, প্রতিটি আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ফিরতি যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন।
বিডি প্রতিদিন/আশিক