চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। রবিবার (৯ মার্চ) ভোর ৪টার দিকে ওই এলাকার হাজারী শপিং সেন্টার সংলগ্ন দোকানগুলোতে আগুন লাগে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাসান জানান, চন্দনাইশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে অঞ্জন পালের মুদি দোকান, জাহাঙ্গীর আলমের পানাহার রেস্তোরাঁ, মো. আলী আকবরের ঝাল বিতান, মো. নাছির উদ্দীনের কুলিং কর্ণার, নুরুল মোস্তফার বেকারি এবং আবদুর রশিদের পানের দোকান পুড়ে যায়।
এছাড়া আগুনে হাজারী শপিং সেন্টারের দ্বিতীয় তলায় মো. মুছার মালিকানাধীন রূপসী বিউটি পার্লার ক্ষতিগ্রস্ত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ