চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী অতীতে এ দেশের মানুষকে সৎ নেতৃত্ব উপহার দিয়েছে। আগামীতেও পরিপূর্ণভাবে জামায়াতে ইসলামী দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দেবে ইনশাআল্লাহ। সে জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।
শনিবার কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রমজান মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। আমরা রমজানের শিক্ষা গ্রহণ করে নিজেদের তৈরি করব।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুল আবছার চৌধুরী, জামায়াত নেতা ইলিয়াসসহ উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল