চট্টগ্রামে ধর্ষণ নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন তিন শতাধিক মানুষ।
‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম’ এবং ‘আন্তর্জাতিক নারী দিবস, ২০২৫ উদযাপন পরিষদ-চট্টগ্রাম’ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষন, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা ধর্ষণসহ নানা অপরাধের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হন।
অপরাজেয় বাংলাদেশের সাবেক বিভাগীয় সমন্বয়কারী ও শিশু অধিকার কর্মী মাহাবুবুল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও কালবেলার ব্যুরো চিফ সাইদুল ইসলাম, বিশিষ্ট আবৃত্তিকার দিলরুবা খানম, অপরাজেয় বাংলাদেশ-চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী জিনাত আরা বেগম, এডাব-চট্টগ্রামের সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংবাদিক শৈবাল আচার্য্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) রেজোয়ান চৌধুরী, শ্রমিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী শাহীন, ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস প্রমুখ।
মানববন্ধনে নারী ও শিশু নির্য়াতন প্রতিরোধে কর্মরত বেসরকারি স্বেচ্চাসেবী সংগঠন অপরোজেয় বাংলাদেশ, এডাব, ইলমা, টিআইবি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), ইপসা, ক্লাইমেট একশন এন্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন (কায়ো) বাংলাদেশ, ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ, জাগ্রত যুব সামাজিক সংঘ, ঊষার আলো যুব সংঘ, নারী নির্যাতন প্রতিরোধে চট্টগ্রাম জেলা কমিটি, নারী নির্যাতন রোধে সাংবাদিক ফোরাম সংগঠন সমূহের প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থী, তৃণমূলের সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছে। ঠিক এই ধরণের একটি ঘটনা ঘটেছিল ২০১৯ সালে চট্টগ্রামের চান্দগাঁওয়ে। বিচারহীনতার কারণে অপরাধীরা বারবার একই কাজ করার সাহস পাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম