চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। অভিযানে মোট ১২টি মামলায় ৩৭হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জানা যায়, নগরীর ঝাউতলা বাজার ও পাহাড়তলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক, সাদমান সহিদ ও আসিফ জাহান সিকদার। অভিযানে পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় সাতটি মামলায় মোট ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। একই দিনে নগরীর চান্দঁগাও থানার কামাল বাজারে অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান। এসময় ১ টি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে নগরীর চকবাজার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা। অভিযানে মোট ৪ টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম।
বিডি প্রতিদিন/এএম