চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রে সৈকতে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ওই তরুণী উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিলে বিকাল ৩টার দিকে থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, আমরা জানার সাথে সাথে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। ভিকটিমের মায়ের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। ভিকটিম জানিয়েছেন, বন্ধু, আপন ভাই ও মামাতো ভাইকে নিয়ে বীচে গিয়েছিলেন বেড়াতে। যাওয়ার পর প্রথমে একজন ছেলে এসে তার সাথে যেতে বলে। যেতে না চাইলে ভয় দেখান এবং তার সাথে আরো কয়েকজন যুবক চলে আসে। তারা টেনে আমাকে পাশে জঙ্গলে টেনে নিয়ে যায়। আমার বন্ধুরা চিৎকার শুনে আসলে তারা পালিয়ে চলে যায়। ধর্ষণের কথা ভিকটিম তরুণী এটার বিষয়ে কিছু বলেনি জানিয়ে ওসি বলেন, যেই ঘটনা ঘটেছে, তাদের ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু ভিকটিম তাদেরকে চিহ্নিত করতে পারেনি। মেডিকেল করে কনফার্ম করা হবে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী তরুণী সীতাকুণ্ড গার্লস কলেজের শিক্ষার্থী। শনিবার দুপুরে রাকিব নামে তার বন্ধুর সাথে গুলিয়াখালী সী-বিচ এলাকায় ঘুরতে যায়। পরে বীচ এলাকার বেড়িবাঁধ পার হয়ে পশ্চিমে বাগানের ভেতরে সাগর পাড়ে যাওয়ার সময় চারজন যুবক রাকিবকে মারধর করে ওই তরুণীকে জিম্মি করে উপকূলীয় বনের ভেতরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করলেও ধর্ষকরা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম