চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) অঞ্চল। গ্রেফতারকৃতরা হলেন-সামশুল আলম, ইস্কান্দর আলী এবং টিটু দাস। অভিযানে তাদের কাছে থেকে ৫৫ লিটার মদ এবং ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। শুক্রবার রাতে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল, কালুরঘাট এবং সেবাখোলা মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) অঞ্চলের উপ-পরিচালক হুমায়ন কবির খোন্দকার বলেন, শুক্রবার রাতে চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ইস্কান্দর আলী ৪০ লিটার চোলাই মদ, টিটুর কাছ থেকে ১৫ লিটার চোলাই মদ এবং সামশুল আলমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম