চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে লটারির মাধ্যমে কর্মচারীদের বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্বচ্ছ বদলির জন্য এই লটারি সভা আয়োজন করা হয়।
যেসব কর্মচারী তিন বছরের বেশি সময় ধরে একই শাখায় কাজ করছেন তাদের বদলি পদায়নের লটারি অনুষ্ঠিত হয়। এ দিন মোট ৬৪ জন কর্মচারীর বদলি নির্ধারিত হয়। স্বচ্ছ বক্সে উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারীরা নিজেরাই নিজেদের বদলি ভাগ্য নির্ধারণ করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ