চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টার দিকে ধুপপুল এলাকার ওই বিদ্যালয়ে আগুন লাগে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের এই ভোটকেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ২৯২ জন।
ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মো. শামীম মিয়া জানান, ভোর পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই বিদ্যালয়ের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এএম