নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে ইতালিয়ান এক আলোকচিত্রীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে ছিনতাই করা মোবাইল ও ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলে- মো. রুবেল, মো. নুরুদ্দীন, মো. মোমিন ও আরাফাত মিয়া।
অভিযানে নেতৃত্বদানকারী নগর পুলিশের এডিসি (দক্ষিণ) নোবেল চাকমা জানান, চার সদস্যের এই ছিনতাইকারী চক্র দীর্ঘদিন যাবৎ নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের একজন সিএনজি অটোরিকশা চালায় এবং অপর দুইজন অটোরিকশার পেছনের সিটে যাত্রীবেশে বসে রাতের বেলায় ঘোরাঘুরি করতে থাকে। তারা টার্গেট অনুসরন করে নির্জন জায়গায় কৌশলে ভয় দেখিয়ে পথচারী ও যাত্রীদের সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ছিনতাইকৃত মালামাল অন্যদের কাছে কম দামে বিক্রি করে।
বিডিপ্রতিদিন/কবিরুল